ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
সিরাজগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বন্যার পানি ও পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের নাগগাতী গ্রামে ও দৌলতপুর ইউনিয়নের বওড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- রাজাপুর ইউনিয়নের নাগগাতী গ্রামের আব্দুল আওয়ালের ছেলে নিরব (৬) ও দৌলতপুর ইউনিয়নের বওড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে হযরত আলী (৮)।

নিহত শিশুদের স্বজন ও স্থানীয়রা জানায়, দুপুরে নাগগাতী গ্রামে বন্যার পানিতে গোসল করতে করতে নিখোঁজ হয় নিরব। পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজির পানি থেকে ভাসমান অবস্থায় নিরবকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে বওড়া গ্রামে বাড়ির পাশে পুকুরের পানিতে অন্যান্য শিশুদের সঙ্গে গোসল করতে নামে হযরত। গোসলের একপর্যায়ে সবার অগোচরে পানিতে ডুবে যায় সে। পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় হযরতকে উদ্ধার করে ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাখাওয়াত হোসেন বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।