ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সোনাইমুড়িতে খাদেম হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
সোনাইমুড়িতে খাদেম হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ২

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নদোনা ইউনিয়নে আফজাল পাটোয়ারী মাজারের খাদেম সোনা মিয়া (৬৫) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় নিহতের স্ত্রী নিলুফা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন- শাকতলা গ্রামের ছেরু মুন্সি বাড়ির নূর মোহাম্মদের ছেলে ইয়াছিন (২৫) ও উত্তর শাকতলা গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. সুজন (২২)।

সোনাইমুড়ী থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মাসুদ সরকার বাংলানিউজকে জানান, খাদেম হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ইয়াছিন ও সুজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে ইয়াছিন ও বুধবার (১৬ ‍আগস্ট) রাতে অভিযান চালিয়ে সুজন আটক করে।

সকালে খাদেম সোনা মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বুধবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টায় সোনা মিয়াকে তার বাসা থেকে ডেকে এনে মাজারের সামনে গলা কেটে হত্যা করেন ইয়াছিন ও সুজন। এসময় খাদেমের স্ত্রী চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে ইয়াছিনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়।

**সোনাইমুড়ীতে মাজারের খাদেমকে গলা কেটে হত্যা

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ‍আগস্ট ১৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।