ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বকেয়া পাওনার দাবিতে সানকি হাতে ঘেরাও কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
বকেয়া পাওনার দাবিতে সানকি হাতে ঘেরাও কর্মসূচি বকেয়া পাওনার দাবিতে সানকি হাতে কর্মসূচি

খুলনা: বকেয়া পাওনার দাবিতে খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা ঘেরাও কর্মসূচি পালন করেছেন। কর্মসূচিতে তারা বাসন (মাটির সানকি) হাতে ভুখা মিছিল নিয়ে সমবেত হন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রমিক-কর্মচারীরা তাদের পিএফ ও গ্রাচ্যুইটির বকেয়া পাওনার দাবিতে চরের হাটস্থ রাষ্ট্রায়ত্ত পাটকলের খুলনা আঞ্চলিক কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেন।

অবসরপ্রাপ্ত শ্রমিকদের দাবি আদায় লিয়াজোঁ কমিটির আয়োজনে খুলানার রাষ্ট্রায়ত্ত ৭ পাটকলের শ্রমিক-কর্মচারীসহ তাদের পরিবারের অনেক সদস্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা সৈয়দ আরব আলী বলেন, অবসরের পর ৩০ কর্মদিবসের মধ্যে সবার ন্যায্য পাওনা পরিশোধের কথা থাকলেও পাট মন্ত্রণালয় ও বিজেএমসি অবসরপ্রাপ্ত শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করছে না।
ঈদের আগেই সবার বকেয়া পাওনা পরিশোধ করার জোর দাবি জানান তিনি।

এ সময় অন্যান্যদে মধ্যে বক্তৃতা করেন প্লাটিনাম জুটমিলের আবসরপ্রাপ্ত শ্রমিক জাহাঙ্গীর হোসেন, মুন্সী ওয়াদুদ আলী, ক্রিসেন্ট জুটমিলের আব্দুস ছালাম সরদার, স্টার জুটমিলের আব্দুর রশিদ হাওলাদার, আলীম জুটমিলের রেজাউল হোসেন, ইস্টার্ন জুট মিলের মো. মোজাম্মেল হক, আব্দুল মজিদ, কার্পেটিং জুটমিলের শ্রমিক আহাদ আলী, জেজেআই জুট মিলের অবসর প্রাপ্ত শ্রমিক ইকবাল হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা,  আগস্ট ১৭, ২০১৭
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।