ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পান্থপথে বিস্ফোরণের ঘটনায় মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
পান্থপথে বিস্ফোরণের ঘটনায় মামলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর পান্থপথে হোটেল ওলিও ইন্টারন্যাশনালে বিস্ফোরণের ঘটনায় রাজধানীর কলাবাগান থানায় একটি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আরাফাত বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, এ ঘটনায় থানার উপ-পরিদর্শক ইমরুল বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে বুধবার (১৬ আগস্ট) দিনগত রাতে এ মামলা (নম্বর ১৫) করেন।

 

মামলায় বিস্ফোরণে নিহত সাইফুলের সহযোগী ও নব্য জেএমবির সদস্যদের আসামি করা হলেও কারও নাম উল্লেখ করা হয়নি।  

এর আগে নাশকতা সৃষ্টি করতে পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে জঙ্গি অবস্থান করছে-এমন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (১৫ আগস্ট) সেখানে অভিযান চালায় পুলিশ।  

পুলিশের দাবি, জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে আত্মঘাতী হামলা চালাতেই ওই হোটেলের অবস্থান নিয়েছিল সাইফুল।

‘আগস্ট বাইট’ নামে ওই অভিযান চলাকালে আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয় নব্য জেএমবির সদস্য ‘জঙ্গি’ সাইফুল ইসলাম। এ সময় বোমার স্প্লিন্টারে এক পথচারীও আহত হন।

পুলিশ জানায়, নিহত সাইফুলের বাড়ি খুলনার ডুমুরিয়ায়। তিনি খুলনা বিএল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এর আগে তিনি মাদ্রাসায় পড়াশোনা করেন।  

তার বাবার নাম আবুল খায়ের। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
এসজেএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।