ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ছোট যমুনার বাঁধ ভেঙে নওগাঁর বিস্তীর্ণ এলাকা প্লাবিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
ছোট যমুনার বাঁধ ভেঙে নওগাঁর বিস্তীর্ণ এলাকা প্লাবিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁ সদর উপজেলার ইকরতারা এলাকায় ছোট যমুনা নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। খবর পেয়ে এলাকাবাসী ভাঙা বাঁধ মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ভাঙা বাঁধটি মেরামত করতে না পারলে নওগাঁ সদর উপজেলা, রাণীনগর উপজেলা ও পার্শ্ববর্তী আদমদিঘী উপজেলার সাতটি ইউনিয়ন প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বাঁধ মেরামতের সময় জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) আত্রাই নদীর পানি বিপদসীমার ২০৮ সেন্টিমিটার উপর দিয়ে এবং ছোট যমুনা নদীর পানি বিপদসীমার ৮৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানায় নওগাঁ পানি উন্নয়ন বোর্ড।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।