ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে শিক্ষা বিষয়ক গোলটেবিল বৈঠক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
খাগড়াছড়িতে শিক্ষা বিষয়ক গোলটেবিল বৈঠক খাগড়াছড়িতে শিক্ষা বিষয়ক গোলটেবিল বৈঠক-ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে গোলটেবিল বৈঠক করেছে রিড (রিডিং ইনহেন্সমেন্ট ফর অ্যাডভান্সিং ডেভেলপমেন্ট)

রিড প্রকল্পটির আর্থিক সহায়তা দিচ্ছে সেভ দ্যা চিলড্রেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে খাগড়াছড়ি পর্যটন মোটেল হলরুমে এ বৈঠকের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাহেমা মেহের ইয়াসমিন।

খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন জাবারাং কলান সমিতির প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরা, রিড প্রকল্পের ডেপুটি ম্যানেজার (মিডিয়া) মেহের নিগার জেরিন প্রমুখ।

বৈঠকে জানানো হয়, জেলার ৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের শুদ্ধ উচ্চারণ শেখানো হচ্ছে। এজন্য বিদ্যালয়গুলোতে স্থাপন করা হয়েছে ‘কমিউনিটি রিডিং ক্যাম্প’।

ভাষাগত ব্যবধানের কারণে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুরা ঠিকমত বাংলায় কথা বলতে ও পড়তে পারে না। ফলে তারা পিছিয়ে পড়ছে। এ প্রকল্পের উদ্দেশ্য প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বাংলায় পাঠ দান দক্ষতা বাড়ানো হবে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।