ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে অনিয়মরোধে বিভিন্ন গাড়িতে অভিযান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
 রাজধানীতে অনিয়মরোধে বিভিন্ন গাড়িতে অভিযান রাজধানীতে অনিয়মরোধে বিভিন্ন গাড়িতে অভিযান-ছবি: জিএম মুজিবুর

ঢাকা: রাজধানীর বিজয় সরণি মোড় থেকে মিরপুর শেওড়াপাড়া পর্যন্ত অনিয়মরোধে বিভিন্ন গাড়িতে অভিযান চলছে।

এসময় ১৬টি গাড়িকে জরিমানা করা ও একটি গাড়িকে ডাস্পিং পাঠানো হয়েছে। এছাড়া যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন পাওয়া যাচ্ছে।

সেসব গাড়িকে জরিমানা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুরে ২টা পর্যন্ত এ অভিযান চলবে।  রাজধানীতে অনিয়মরোধে বিভিন্ন গাড়িতে অভিযান-ছবি: জিএম মুজিবুর

অভিযান চলাকালে ট্রাফিক পুলিশের পশ্চিম জোনের নারী সার্জেন্ট রেহেনা পারভীন বাংলানিউজকে বলেন,  যেসব গাড়িতে অনিয়ম পাওয়া যাবে,  সেসব গাড়িকে মামলা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
জিএমএম/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।