ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নওগাঁয় ১১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
নওগাঁয় ১১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ  শিক্ষাপ্রতিষ্ঠানে পানি, ছবি: বাংলানিউজ

নওগাঁ: বন্যায় নওগাঁর বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা মিলে মোট ১১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, বন্যার কারণে নওগাঁ জেলার ৫টি উপজেলার মোট ১১৮টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।  

এরমধ্যে মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ মিলে ২২টি এবং ৯৬টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়েছে।

কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বন্যার্ত মানুষের আশ্রয়কেন্দ্রর জন্য বন্ধ ঘোষণা হয়েছে, আর বাকি সব শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে প্লাবিত হওয়ার কারণে বন্ধ।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।