ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঠাকুরগাঁওয়ে ইজিবাইক উল্টে ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
ঠাকুরগাঁওয়ে ইজিবাইক উল্টে ব্যবসায়ী নিহত

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ব্যাটারি চালিত ইজিবাইক উল্টে মুজাফ্ফর হোসেন (৩২) নামে এক মরিচের ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বেলা ১১টায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে শহরের সত্যপীর ব্রিজ এলাকায় তার মৃত্যু হয়।

নিহত মুজাফ্ফর ঠাকুরগাঁও সদর উপজেলার কুজিশহর গ্রামের নাজিরুল ইসলামের ছেলে।

জানা যায়, সকাল সাড়ে ৮টায় ইজিবাইকে করে দুই বস্তা মরিচ নিয়ে রুহিয়া উত্তরা বাজার অভিমুখে যাচ্ছিলেন মুজাফ্ফর হোসেন। পথিমধ্যে উত্তরা বাজারের মসজিদের কাছে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তায় গাড়িটি উল্টে যায়। এতে মরিচের ব্যবসায়ী মুজাফ্ফর গুরুতর আহত হন।

স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। রংপুর যাওয়ার পথে শহরের সত্যপীর ব্রিজ এলাকায় পৌঁছলে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad