ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

জামালপুরে বন্যায় ৪ জনের মৃত্যু, পানিবন্দি ৫ লাখ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
জামালপুরে বন্যায় ৪ জনের মৃত্যু, পানিবন্দি ৫ লাখ ইসলামপুরের চিনাডুলি ইউনিয়নের পশ্চিম বামনা গ্রামে ত্রাণ তৎপরতা। ছবি: বাংলানিউজ

জামালপুর: জামালপুর জেলার সার্বিক বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিয়েছে। জেলার ৭টি উপজেলার মধ্যে ৫টি প্রায় সম্পূর্ণ ও বাকি দু’টির আংশিক বন্যা কবলিত হয়ে পড়েছে। জেলার ৬৮ ইউনিয়নের মধ্যে প্রায় ৪৮টি ইউনিয়ন এবং ৫টি পৌরসভার ৫ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

বুধবার (১৬ আগস্ট) বিকালে মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি পড়ুয়া দুই ছাত্রসহ তিনজন মেলান্দহ-ভালুকা সড়কের নাওধরা ব্রিজে পানি দেখতে গিয়ে স্রোতের ঘূর্ণিতে তলিয়ে যায় বলে নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ওসি মযজাহারুল করিম।

এরা হলেন- সর্দারবাড়ী(নলবাড়ী) গ্রামের বাসিন্দা ময়না শেখের পুত্র সজিব(১৬), মেলান্দহ পৌরসভার নাগেরপাড়ার বাসিন্দা লিয়াকত আলীর ছেলে জিল্লুর রহমান শান্ত (১৬) ও জামালপুর সদর উপজেলার তেতুলিযা গ্রামের বাসিন্দা বদরুল আলমের ছেলে কাজিরপাড়া এলাকায় বসবাসকারী লাল মিয়া(৪২)।

এদের মধ্যে জিল্লুর রহমান শান্ত’র মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও অপর দু’জন নিখোঁজ রয়েছেন।

এছাড়া একই দিন বকসিগঞ্জ উপজেলার মালির পাড়া এলাকার বাসিন্দা মোজাম্মেল হক(৪০) নামে একজন পানিতে পড়ে মারা যান বলে খবর পাওয়া গেছে।  

জামালপুরে বন্যায় ঘরেই পানিবন্দি শিশু।  ছবি: বাংলানিউজঅপরদিকে দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার সাথে জেলা ও রাজধানীর সকল অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে। পানির স্রোতে নৌকা নিয়েও অনেক স্থানে চলাচল করা যাচ্ছে না। বিশেষ করে ইসলামপুর উপজেলার ৬টি ইউনিয়নে যমুনার দ্বীপচর গুলোতে নৌকা যোগে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে।

বুধবার যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ১৩৩ সেন্টিমিটার উপর দিয়ে স্থিতিশীল অবস্থায় প্রবাহিত হচ্ছিল বলে নিশ্চিত করেছেন পাউবো পানি মাপক গেইজ পাঠক আব্দুল মান্নান।

দুর্গত এলাকার মানুষ উ‍ঁচু বাঁধে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। অনেকেই আবার খোলা আকাশের নীচে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে। প্রয়োজনের তোলানায় ত্রাণ খুবই অতুল্য। দুর্গত এলাকায় তাই ত্রাণের জন্য হাহাকার চলছে।

জামালপুরে বন্যা।  ছবি: বাংলানিউজএ ব্যাপারে ইসলামপুরের স্থানীয় এমপি আলহাজ ফরিদুল হক খান দুলাল জরুরি ভিত্তিতে প্রধান মন্ত্রীসহ খাদ্য ও ত্রাণ মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।