ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভারত থেকে গরু আনতে গিয়ে সীমান্তে নিখোঁজ বাংলাদেশি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
ভারত থেকে গরু আনতে গিয়ে সীমান্তে নিখোঁজ বাংলাদেশি গিরিধারী নদী

লালমনিরহাট: ভারত থেকে গরু আনতে গিয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলার গিরিধারী নদীতে তলিয়ে সাজু মিয়া (১৯) নামে এক বাংলাদেশি রাখাল নিখোঁজ হয়েছেন।

বুধবার (১৬ আগস্ট) দিনগত রাতে উপজেলার দুর্গাপুর সীমান্ত সংলগ্ন ৮২৫নং মূল পিলারের ১০নং সাব পিলারের গিরিধারী নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ সাজু দুর্গাপুর ইউনিয়নের নামাটারি গ্রামের মোক্তার আলীর ছেলে।

বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের দুর্গাপুর বিওপি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, ভারত থেকে গরু আনাতে যান রাখাল সাজু। তখন প্রবল স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে কথা বলে বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল থেকে তার খোঁজে অভিযান শুরু হয়।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।