ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভারী যান চলাচল বন্ধ জয়পুরহাট-বগুড়া সড়কে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
ভারী যান চলাচল বন্ধ জয়পুরহাট-বগুড়া সড়কে ছবি-বাংলানিউজটোয়েটিফোর.কম

জয়পুরহাট: জয়পুরহাট-বগুড়া মহাসড়কে প্রায় ১ কিলোমিটার পথ ৫ দিন ধরে বন্যার পানিতে নিমজ্জিত থাকায় বড় বড় গর্তের সৃস্টি হয়েছে।

ফলে মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় বুধবার (১৬ আগস্ট) দুপুর থেকেই ভারী যানবাহন চলালচ বন্ধ রয়েছে এ মহাসড়কে।

এখন বগুড়া কিংবা রাজধানীতে যেতে বিকল্প সড়ক হিসেবে পাকার মাথা হয়ে বটতলী সড়ক ব্যবহার করছেন চালকরা।

বুধবার সড়কে সরেজমিন দেখা গেছে, জয়পুরহাট-বগুড়া মহাসড়কের পল্লী বিদ্যুৎ ও বানিয়াপাড়া এলাকায় বন্যার পানির প্রবল স্রোতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে সড়কের ওই অংশে সতর্কতামূলক সাইনবোর্ড টাঙানো হয়েছে।

এ বিষয়ে জয়পুরহাট সড়ক ও জনপথ বিভাগে দায়িত্বরত জুনিয়র প্রকৌশলী সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, বন্যার পানিতে সড়কের ওই অংশে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় সতর্কতামূলক সাইনবোর্ড টাঙানো হয়েছে। তবে ওই সড়কে যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়নি।
এছাড়া খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ দিনের বন্যায় জয়পুরহাট জেলায় অন্তত ১৫ হাজার হেক্টর ফসলের জমি, বিভিন্ন মাছের পুকুর মালিকের ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম।

বাংলা‌দেশ সময়: ০৫৩৪ ঘণ্টা, আগষ্ট ১৭, ২০১৭
এসআইজে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।