ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাবিতে মাদক সেবনের দায়ে ১৩ শিক্ষার্থীর মুচলেকা

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
রাবিতে মাদক সেবনের দায়ে ১৩ শিক্ষার্থীর মুচলেকা

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাদক সেবনরত অবস্থায় ১৩ শিক্ষার্থীকে আটক করেছে প্রশাসন।

পরে জিজ্ঞাসাবাদ শেষে ভবিষ্যতে এমন কাজ আর না করার শর্তে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

প্রক্টর অফিস সূত্রে জানা যায়, বুধবার (১৬ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয় ইসমাঈল হোসেন সিরাজী ভবনের ছাদে কয়েকজন মাদক সেবন করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের নেতৃত্বে অভিযানে প্রক্টর দপ্তরের একটি দল ও পুলিশ সদস্যরা অংশ নেয়।

এসময় সেখান থেকে মাদক সেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থীকে আটক করা হয়। এর মধ্যে ৯ জন ছাত্র ও ৪ জন ছাত্রী ছিলেন বলে জানা গেছে।

পরে তাদের প্রক্টর দপ্তরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তারা ক্ষমা প্রার্থনা করে এমন কাজ না করার অঙ্গীকার করায় তাদের ছেড়ে দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয় পড়ালেখা, সংস্কৃতি চর্চা, গবেষণার স্থান। মাদক এসবের শত্রু। বিশ্ববিদ্যালয় থেকে মাদক, ছিনতাই, দুর্বৃত্তায়ন দূর করতে যা যা করা প্রয়োজন সবই করার চেষ্টা করবো।

বাংলাদেশ সময়: ০৪৩২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।