ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও ওবায়দুল কাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও ওবায়দুল কাদের

দিনাজপুর: দিনাজপুর জেলার বিরল উপজেলার বন্যা দুর্গত এলাকার মানুষের খোঁজ-খবর নিতে দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (১৮ আগস্ট) আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে রোববার (২০ আগস্ট) আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তারা স্থানীয় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও মানুষদের খোঁজ খবর নেবেন।

প্রধানমন্ত্রী ও ওবায়দুল কাদেরের আগমন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

প্রধানমন্ত্রী ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরিদর্শনকালে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী।

বুধবার (১৬ আগষ্ট) রাতে বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০০১৯ ঘণ্টা, ১৭ আগস্ট, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।