ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আনিসুল হক শঙ্কা মুক্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
আনিসুল হক শঙ্কা মুক্ত

ঢাকা: লন্ডনের একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ (আইসিইউ) কেন্দ্রে থাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক শঙ্কা মুক্ত। তবে এখনো তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) রাতে মেয়র আনিসুল হকের একান্ত সচিব এ কে এম মিজানুর রহমান বাংলানিউজকে মোবাইল ফোনে মেয়রের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানান।

তিনি বলেন, মেয়র বর্তমানে স্থিতিশীল (স্ট্যাবল) আছেন।

উনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তবে আমি উনাকে শঙ্কা মুক্তও বলবো না, শঙ্কা যুক্তও বলবো না। চিকিৎসকদের আচরণ ও  মনোভাব দেখে মনে হয় "হি ইজ আউট অব ডেঞ্জার। "

মেয়র আনিসুল হক সেরিক্যাল ভ্যাকুলাইটিস বা মস্তিকের রক্তনালীতে প্রদাহজনিত রোগে ভুগছেন। দীর্ঘ দুই মাস ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। বাংলাদেশের চিকিৎসকরা বলেছিলেন মেয়র ভাটিগো রোগে ভুগছেন। আসলে রোগটি ভাটিগো নয়। আশাকরি শিগগিরই মেয়র সুস্থ হয়ে ফিরে আসবেন। বর্তমানে তাকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।

মেয়র আনিসুল হকের পাশে তার স্ত্রী, ছেলে, বড় মেয়ে ও ছোট মেয়ে রয়েছেন।

১৪ আগস্ট চেকআপ করাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মেয়র। এসময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ডাক্তারি ভাষায় এটাকে ব্রেইন মাইল স্ট্রোক বলা হয়। ২৯ জুলাই মেয়র শারীরিক চেকআপের জন্য সপরিবারে লন্ডন যান।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
এসএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।