ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ত্রাণ তৎপরতা জোরদারের দাবিতে মানববন্ধন বৃহস্পতিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
ত্রাণ তৎপরতা জোরদারের দাবিতে মানববন্ধন বৃহস্পতিবার বন্যা।

ঢাকা: অবিলম্বে ত্রাণ তৎপরতা ও উদ্ধার অভিযান জোরদারের দাবিতে বৃহস্পতিবার ( ১৭ আগস্ট) বৃহস্পতিবার বিকাল ৪টায় শাহবাগে মানববন্ধন করবে নাগরিক সমাজ।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এই মানববন্ধনে যোগ দেয়ার জন্য সর্বস্তরের জনতার প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৬ আগস্ট) রাতে এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।

রিয়াজুল আলম ভূঁইয়া স্বাক্ষরিত ওই বিবৃতিতে আরো বলা হয়, এরই মধ্যে ইমরান এইচ সরকারের আহ্বানে দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার নাগরিক উদ্যোগ নেয়া হয়েছে। শাহবাগের জরুরি ত্রাণ সেলে বন্যার্ত মানুষের জন্য ত্রাণসামগ্রী সংগ্রহ করা হচ্ছে। চাল, ডাল, চিঁড়া, মুড়ি, গুড়, লবণ, খাবার স্যালাইন ইত্যাদি জরুরি প্রাণ বাঁচানোর দ্রব্যাদি ও নগদ অর্থ সংগ্রহ করা হচ্ছে। একটি ফেসবুক ইভেন্টে ত্রাণ সংগ্রহ কার্যক্রমের সার্বক্ষণিক আপডেট দেয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।