ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লালমনিরহাটে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
লালমনিরহাটে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মৎস্য বিল মালিকের তাড়া খেয়ে পানিতে ডুবে মজিদুল ইসলাম (০৯) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মজিদুল ইসলাম ওই গ্রামের জয়নাল হোসেনের ছেলে।

সে সারপুকুর চওড়াটারী মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র।

পুলিশ জানায়, হরিদাস টেপারহাট গ্রামের মৃত মকদুমের ছেলে আইনজীবী সহকারী ফরহাদ হোসেন (৪৮) তালুক হরিদাস গ্রামে মৎস্য খামার দেন। সেই মাছের বিলে রাখা কলাগাছের ভেলায় মজিদুলসহ তিন শিশু খেল‍া করছিলো। বিষয়টি দেখতে পেয়ে বিল মালিক ফরহাদ তাদের তাড়া করেন। এতে দুই শিশু পালিয়ে গেলেও মজিদুল ইসলাম ফরহাদের মোটরসাইকেলের সামনে পড়ে যায়। ফরহাদের হাত থেকে বাঁচতে মজিদুল পানিতে ঝাঁপ দেয়। এ সময় ফরহাদ শিশুটিকে উদ্ধার না করে বিলের পাশে বসেছিলেন। খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে জাল ফেলে মজিদুলের মরদেহ উদ্ধার করে।
 
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হলেশ্বর রায় বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করতে তিনি নিজেও ঘটনাস্থলের উদ্দেশ্যে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ‍আগস্ট ১৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।