ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বরিশালে আওয়ামী আইনজীবী পরিষদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
বরিশালে আওয়ামী আইনজীবী পরিষদের মানববন্ধন

বরিশাল: ষোড়শ সংশোধনী মামলার রায়ে বঙ্গবন্ধুকে হেয় প্রতিপন্ন করা ও অসাংবিধানিক ও অপ্রাসঙ্গিক পর্যবেক্ষণ বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) দুপুর ২টায় আদালত চত্বরের সামনের সড়কে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সদস্য তালুকদার মো. ইউনুস এমপি, আনিস উদ্দিন শহিদ, গোলাম মাসউদ বাবলু, গোলাম আব্বাস চৌধুরী দুলাল, আফজালুল করিম, আব্দুর রশিদ খান ও ফয়েজসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ষোড়শ সংশোধনীর পর্যবেক্ষণে যে সমস্ত অপ্রাসঙ্গিক কথা উল্লেখ করা হয়েছে সেগুলো বাতিল করতে হবে। একই সাথে ৭২’র মূল সংবিধানে ফিরে যাওয়ার দাবি করেন তারা।

বাংলা‌দেশ সময়: ২১০১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
এমএস/টিএ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।