ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভারতে পাচার দুই তরুণীকে বেনাপোলে হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
ভারতে পাচার দুই তরুণীকে বেনাপোলে হস্তান্তর

বেনাপোল (যশোর): ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া দুই তরুণীকে দুই বছর পর বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তাদের ফেরত দেওয়া হয়।

ওই দুই তরুণী হলেন- খুলনার ভাঙ্গা উপজেলার লক্ষী খাতুন (১৮) ও একই এলাকার তানিয়া খাতুন (১৯)।

পুলিশ জানায়, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা ওই দুই তরুণীকে ভারতে পাচার করে দেয়। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে ভারতীয় একটি এনজিও সংস্থ্যা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তারা ফেরত আসে। ওই দুই তরুণীদের পরিবারের কাছ পৌঁছে দেওয়ার জন্য পুলিশের কাছ থেকে গ্রহন করছে রাইটস যশোরের প্রতিনিধি শারমিন নাহার।

শারমিন নাহার বাংলানিউজকে জানান, এক সপ্তাহের মধ্যে ওই দুই তরুণীকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এসময় তাদের পরিবার যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চান তাহলে তাদের আইনী সহয়তা করা হবে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরীফ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
এজেডেইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad