ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
দিনাজপুরে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩০ দিনাজপুরের বন্যা কবলিত অঞ্চল

দিনাজপুর: দিনাজপুর জেলার বীরগঞ্জে বন্যার পানিতে ডুবে নিখোঁজ জাহাঙ্গীর আলমের (৩২) মরদেহ উদ্ধার করেছেন স্থানীররা। এ নিয়ে দিনাজপুরে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩০ জনে।

বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যায় নর্শিপুরের আজিমপুর ভদ্রবাজার এলাকায় জাহাঙ্গীরের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।

নিহত জাহাঙ্গীর উপজেলার পৌর শহরের থানাপাড়া এলাকার মৃত ইসলামের ছেলে ও ফারইস্ট লাইফ ইন্সুরেন্স কোম্পানির ফিল্ড অফিসার।

তিনি নীলফামারী জেলায় কর্মরত ছিলেন।

বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গনি জানান, গত রোববার (১৩ আগস্ট) সন্ধ্যায় খানসামা হয়ে বাড়িতে ফেরার পথে বীরগঞ্জ উপজেলার কল্যাণীহাট ঢেপা নদীর ব্রিজ সংলগ্ন এলাকায় পা পিছলে পানির স্রোতে ভেসে যায়। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বুধবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।