ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কসবায় ১৫ গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
কসবায় ১৫ গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ কসবায় ১৫ গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের ১৫টি গ্রামে ৯ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ৫৫ কিলোমিটার এলাকায় নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) বিকেলে বায়েক ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বিদ্যুতায়নের উদ্বোধন করেন।

বায়েক ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়সার জীবন, এম জি হাক্কানি, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, কসবা প্রেসক্লাব সভাপতি সোলায়মান খান প্রমুখ।

পরে মন্ত্রী বায়েক ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।