ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
 
১৫৩/৬ (এস) সীমান্ত পিলার সংলগ্ন বাংলাদেশি ভূ-খণ্ডের চাইডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষে ১৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪৩ বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক কমান্ডেন্ট সতিশ কুমার।


 
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে ১২ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ খান। এসময় উপ-অধিনায়ক মেজর নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

পতাকা বৈঠকে মাদক, অস্ত্র ও গরু চোরাচালান প্রতিরোধ, কাটাতারের বেড়া রক্ষণাবেক্ষণ, সীমান্ত সংলগ্ন মাঠে ফসল কর্তন না করাসহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পতাকা বৈঠক চলাকালে উভয় সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়।     

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।