ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আড়াইহাজারে ছিনতাইকারী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
আড়াইহাজারে ছিনতাইকারী আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার সদর বাজারে পূবালী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েছেন এক গৃহবধূ। 

এ সময় গৃহবধুর চিৎকারে এক ছিনতাইকারীকে জনতা আটক করলেও লক্ষাধিক টাকাসহ নিয়ে গেছে অপর ছিনতাইকারীরা। বুধবার (১৬ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আড়াইহাজার উপজেলার নোয়াপাড়া গ্রামের ইয়াকুব আলীর স্ত্রী মরিয়ম আক্তার (৩৮) স্থানীয় পূবালী ব্যাংক থেকে ৭৯ হাজার ৬৩৫ টাকা উত্তোলন করেন তিনি।  

সেখান থেকে হেঁটে যাওয়ার সময় দুবাই প্লাজার সামনে ৩ থেকে ৪ জনের একদল ছিনতাইকারী চাকু ধরে তার কাছে থাকা এ টাকা নিয়ে পালিয়ে যায়।  

এ সময় তার চিৎকারে ধাওয়া দিয়ে মোস্তফা (৪৮) নামে এক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।  

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হক বাংলানিউজকে জানান, এ ঘটনায় আড়াইহাজার থানায় মামলা দায়ের হয়েছে। জড়িত অন্য ছিনতাইকারীদের ধরতে ও টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।