ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আত্মঘাতী বোমায় সাইফুলের মৃত্যু, ময়না তদন্তের রিপোর্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
আত্মঘাতী বোমায় সাইফুলের মৃত্যু, ময়না তদন্তের রিপোর্ট ছবি: বাংলানিউজ

ঢাকা: আত্মঘাতী বোমা বিস্ফোরণেই জঙ্গি সাইফুলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।

জঙ্গি সাইফুলের মরদেহের ময়না তদন্ত শেষে বুধবার (১৬ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ডা. সোহেল মাহমুদ জানান, বোমা বিস্ফোরণে সাইফুলের সারা শরীর পোড়া, বোমার স্প্রিন্টারে তার পুরো শরীরে অনেকগুলো ছিদ্র রয়েছে।

এছাড়াও সাইফুলের ডান চোখ দিয়ে বোমার একটি স্প্রিন্টার ঢুকে পিছন দিক দিয়ে বেড়িয়ে যায়। এতেই তার মৃত্যু হয়। তার শরীরে বুলেটের কোনও চিহ্ন পাওয়া যায়নি বলেও জানান তিনি।

ঢামেক ফরেনসিক বিভাগের প্রধান আরও জানান, মৃত্যুর আগে সাইফুল কোনও শক্তিবর্ধক ড্রাগ সেবন করেছিল কি না ও অন্যান্য পরীক্ষার জন্য তার ভিসেরা, ইউরিন ও রক্ত সংগ্রহ করা হয়েছে। এগুলো পরীক্ষায় পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
এজেডএস/টিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।