ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘বঙ্গবন্ধুর খুনি ছিল মোশতাক, তার দোসর ছিল জিয়া’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
‘বঙ্গবন্ধুর খুনি ছিল মোশতাক, তার দোসর ছিল জিয়া’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার মূল হোতা ছিল খুনি মোশতাক (খন্দকার মোশতাক আহমেদ)। আর তার দোসর ছিল জিয়া (বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান)। তারা এমনই ঘনিষ্ঠ ছিল যে, বঙ্গবন্ধুকে হত্যার পর মোশতাক ক্ষমতায় বসেই জিয়াকে সেনাপ্রধান বানিয়ে দেয়।

১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার (১৬ আগস্ট) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি ১৫ আগস্টের হত্যাকাণ্ডের কথা স্মরণ করে বলেন, ‘আমার মা কী অপরাধ করেছিলেন, আমি এখনও জানি না।

বঙ্গবন্ধু কন্যা এসময় তার তিন ভাই শেখ জামাল, শেখ কামাল, শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত অন্যদেরও স্মরণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা ছিল পূর্ব পরিকল্পিত। এটা বিরাট ষড়যন্ত্র ছিল। এই ষড়যন্ত্রে ছিল খুনি মোশতাক, আর তার দোসর ছিল জিয়া। মোশতাক ক্ষমতা দখল করেই জিয়াকে সেনাপ্রধান করে। এতেই বোঝা যায় তারা কতোটা ঘনিষ্ঠ ছিল। ’

বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘এ হত্যাকাণ্ড শুধু হত্যাকাণ্ড ছিল না। যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা রাজাকার-আল বদর-আল শামস গঠন করেছিল, তাদের পুনর্বাসিত করে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র ছিল। ’

জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর জাতির জনকের খুনিদের পুরস্কৃত করা হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জিয়া যদি খুনি না-ই হতো, তাহলে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বিচারের পথ রুদ্ধ করতো না। ’

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।