ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুর্গত এলাকার হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
দুর্গত এলাকার হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশে বিভিন্ন অঞ্চলে বন্যা দুর্গতদের সেবা দিতে ওই এলাকার সব হাসপাতালের কর্মকর্তা-কমচারীর ছুটি বাতিল ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। 

একই সঙ্গে বন্যা কবলিত এলাকায় বানভাসি মানুষের সেবায় পৃথক টিম পাঠানোর কথাও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
 
বুধবার (১৬ আগস্ট) বিকেলে অধিদফতরের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি জানিয়েছে।


 
বিকেলে শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আলোচনা সভার আয়োজন করা হয়।  

সেখানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বন্যা দুর্গত এলাকায় মানুষের সেবা দিতে চিকিৎসকদের পৃথক টিম যাবে।
 
এ সময় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে তিনি বলেন,  আদালত অনেক নির্দেশ দেন, অথচ বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়ে যখন ইনডেমনিটি আইন করা হয়েছিলো তা বাতিল করেননি।  

‘অনেক বিচারক সে সময় সামরিক শাসনের তল্পিতল্পার বাহক হয়ে কাজ করেছেন,’ বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।  
 
বিএসএমএমইউ এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভার অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো সরকারের এদেশে কোনো অবদান নেই।  তাই উন্নয়নের ধারাবাহিকতায় ভবিষ্যতেও আওয়ামী লীগকেই ক্ষমতায় আসতে হবে।  

বিএনপি দেশে নতুন ইস্যু তৈরি করে মাঠে নামার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।

অনুষ্ঠানের বিএসএমএমইউ-এর ঊর্ধ্বতন কর্মকতারাও উপস্থিত ছিলেন।  
 
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
এসএ/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।