ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
দিনাজপুরে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ পানিতে ডুবে মৃত মিনি আক্তার

দিনাজপুর: দিনাজপুর বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের কাজিপাড়া গ্রামে পানিতে ডুবে মিনি আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের বন্যায় দিনাজপুরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ জনে।

বুধবার (১৬ আগস্ট) বিকেল ৩টার দিকে মিনি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। মিনি কাজিপাড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুপুরে বন্যার পানিতে তলিয়ে গেলে নিখোঁজ হয় মিনি। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

এর আগে সকালে পার্বতীপুর উপজেলায় দুলাল (৩৫) নামে এক ব্যক্তি পানিতে ডুবে মারা যান।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ১৬ আগস্ট, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।