ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে ফাঁসি কার্যকরের দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে ফাঁসি কার্যকরের দাবি আলোচনা সভা ও দোয়া মাহফিল

সাভার (ঢাকা): সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানানো হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে সাভারে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সাভার থানা স্ট্যান্ডে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের একজন মহান নেতা ছিলেন। তিনি নিজর জন্য নয়, ভেবেছেন মানুষের জন্য। আর তাই দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তাই বঙ্গবন্ধুর খুনিদের বিচারের আওতায় আনতে হবে।

বিদেশে পালিয়ে থাকা বাকি খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান বক্তারা।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী মো. বাবুল মিয়াসহ বিভিন্ন স্তরের জনসাধারণ।

আলোচনা অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।