ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মশালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
কুষ্টিয়ায় ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের লক্ষ্যে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে ও অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু রায়হানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান।

আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজ আহম্মেদের পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাহাদুর শেখ, যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু, সমবায় কর্মকর্তা বেনজির আহম্মেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হক, বিআরডিবি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন, মিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাঞ্চন কুমার, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তল প্রমুখ।

এসময় আরও বক্তব্য রাখেন- মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, বাবলু রঞ্জন বিশ্বাস, সাবেক আহ্বায়ক হুমায়ন কবীর হিমু, যুগ্ম-সাধারণ সম্পাদক মারফত আফরিদি, সদস্য আব্দুল মজিদ জোয়ার্দ্দার, মিরপুর পৌর কমিশনার আশরাফুল গণি, জাহিদ হাসান প্রমুখ।

কর্মশালায় বিভিন্ন শ্রেণি পেশার ৩৫ জন লোক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
টিএ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।