ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৭ ঘণ্টাপর কাঁঠালবাড়ীর ২নং ফেরিঘাট চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
৭ ঘণ্টাপর কাঁঠালবাড়ীর ২নং ফেরিঘাট চালু

মাদারীপুর: প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর মাদারীপুরের কাঁঠালবাড়ী ফেরিঘাটের ২নং রোরো ফেরিঘাটটি চালু হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) দুপুর ১টা থেকে ওই ঘাটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ঘাট সূত্র জানায়, ভোরে রোরো ফেরিঘাটের পন্টুন ও গাড়ি উঠার প্রবেশপথ পানিতে তলিয়ে যায়।

প্রায় ৭ ঘণ্টা ঘাটটি বন্ধ থাকার পর মেরামত শেষে দুপুর থেকে আবারো ঘাট চালু করে দেওয়া হয়।

এদিকে, ফেরিঘাট বন্ধ থাকার কারণে কাঁঠালবাড়ী ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা পরিবহনের সংখ্যা বেড়েছে।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বাংলানিউজকে বলেন, পদ্মায় পানি বাড়ায় মঙ্গলবার সন্ধ্যায় ১নং ফেরিঘাট তলিয়ে যায়। ওই সময় ঘাট ঠিক করে ফেরি চলাচল স্বাভাবিক রাখা হয়। এরপর ভোরে ২নং রোরো ফেরি ঘাটটি তলিয়ে যায়। দীর্ঘ সময় ঘাটটি মেরামতের পর দুপুর ১টা থেকে ওই ঘাটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

** পানিতে তলিয়ে গিয়ে কাঁঠালবাড়ীর ২নং ফেরিঘাট বন্ধ

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।