ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআইয়ের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআইয়ের মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ রানা (৩৫) নামে এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় কর্মরত ছিলেন।

মৃত এসআই মাসুদ রানার বাড়ি গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ গ্রামে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নাগেশ্বরী ডিএম একাডেমী সংলগ্ন ভাড়া বাসায় বন্যার পানি উঠায় এসআই মাসুদ রানা দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে অন্যত্র আশ্রয় নেয়। বন্যার পানি নেমে যাওয়ায় বুধবার সকালে ঘর পরিষ্কার করার সময় ইনস্ট্যান্ড পাওয়ার সিস্টেম (আইপিএস) সরাতে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্ত্রী হালিমা বেগম প্রতিবেশিদের সহযোগিতায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসারত অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।