ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বদরগঞ্জে বন্যার পানিতে ডুবে ২ জনের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
বদরগঞ্জে বন্যার পানিতে ডুবে ২ জনের মৃত্যু

রংপুর: রংপুরের বদরগঞ্জে বন্যার পানিতে ডুবে দুলাল মিয়া (৪৫) ও হৃদয় (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) সকালে বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউপির বুজরুক বাগবাড় ও কুতুবপুর ইউপির নাগেরহাট গাছুয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুলাল মিয়া মুঠো জাল নিয়ে বানের পানিতে মাছ ধরতে যায়।

এ সময় পানির স্রোতে তিনি তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এলাকাবাসীর সহায়তায় তার মরদেহটি উদ্ধার কর‍া হয়।

এদিকে শিশু হৃদয় বন্যার পানি দেখতে গিয়ে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিস এলাকাবাসীর সহায়তায় শিশুরটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

দুলাল মিয়া উপজেলার বুজরুক বাগবাড়ের আফতাব হোসেনের ছেলে। শিশু হৃদয় মিঠাপুকুর উপজেলার ময়েনপুর গাছুয়াপাড়ার মোকছেদুল হকের ছেলে।

বদরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার গোলজার হোসেন মরদেহ দু’টি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এলাকাবাসীর সহায়তায় মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।