ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এসআই দেবাশিষ ৩ দিনের রিমান্ডে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
এসআই দেবাশিষ ৩ দিনের রিমান্ডে

গাইবান্ধা: স্ত্রী লাবনী সাহাকে আত্মহত্যার প্ররোচনা মামলায় গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশিষ চন্দ্র সাহাকে (৩৩) তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে জেলা অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মইনুল হাসান ইউসুব এ রিমান্ড মঞ্জুন করেন।

এর আগে ১৩ আগস্ট এ মামলায় পুলিশ দেবাশিষের তিনদিনের রিমান্ড চেয়ে আবেদন করে আদালতে।

পরে বিচারক বুধবার শুনানির দিন ধার্য করেন।

দেবাশিষ স্ত্রী লাবনীকে নিয়ে গাইবান্ধা জেলা শহরের পুরাতন হাসপাতাল লেনের ভাড়া বাসায় থাকতেন। সেখানে থাকাকালীন লাবনী ১০ আগস্ট সান্তাহার-লালমনিহাট রেল রুটের সদর উপজেলার রাধাকৃষ্ণপুর এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলানিউজকে জানান, ১২ আগস্ট দেবাশিষসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন তার শ্বশুর গোবিন্দ চন্দ্র সাহা। মামলার অন্য আসামিরা হলেন- দেবাশিষের বাবা নির্মল চন্দ্র সাহা (৬১), মা আলো রানী সাহা (৫৫), বোন প্রীতিলতা সাহা প্রীতি (৩৬), ভগ্নিপতি তপন কুমার সাহা (৪০) ও মামা পূণ্য চন্দ্র সাহা (৫৫)।

এ মামলায় ১২ আগস্ট রাতেই দেবাশিষ ও তার মামা পূণ্যকে গ্রেফতার করা হয়। বাকী আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।