ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সেলাই কাটা হলো তৌফা-তহুরার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
সেলাই কাটা হলো তৌফা-তহুরার

ঢাকা: অস্ত্রোপচারের আলাদা হওয়া শিশু তৌফা ও তহুরার সেলাই ও ব্যান্ডেজ কাটা হয়েছে। তাদের সেলাই দেওয়া অংশে কোনো ধরনের সমস্যা দেখা দেয় নি।

বুধবার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে এসব কথা জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক শাহনুর ইসলাম।

অধ্যাপক শাহনুর ইসলাম জানান, অস্ত্রোপচারের আলাদা হওয়া শিশু তৌফা ও তহুরার সেলাই ও ব্যান্ডেজ কাটা হয়েছে।

বর্তমানে তারা ভালো আছে, তাদের ওষুধের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। এছাড়া তাদের অস্ত্রোপচারের অংশ খুলে রাখা হয়েছে।

এরআগে মঙ্গলবার (১ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অস্ত্রোপচার শেষে তাদের আলাদা করা হয়।

গত বছরের ২৯ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রাজু মিয়ার ও সাহিদা বেগমের নিজ বাড়িতে কোমরের কাছে জোড়া লাগানো কন্যাশিশু জন্ম দেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
এজেডএস/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।