ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পানিতে তলিয়ে গিয়ে কাঁঠালবাড়ীর ২নং ফেরিঘাট বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
পানিতে তলিয়ে গিয়ে কাঁঠালবাড়ীর ২নং ফেরিঘাট বন্ধ

মাদারীপুর: পদ্মায় পানি বাড়ায় মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ফেরিঘাটের ২নং ফেরিঘাট তলিয়ে গেছে। এতে করে ওই ঘাটে কোনো ফেরি নোঙর করতে পারছে না।

মঙ্গলবার (১৫ আগস্ট) দিনগত রাত থেকে ওই ঘাট বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা যায়, কয়েকদনি ধরে বৃষ্টিতে পদ্মায় পানি বেড়ে গিয়ে মঙ্গলবার রাত থেকে ২নং ফেরিঘাট পানিতে তলিয়ে যায়।

এই ঘাট দিয়ে শুধু রোরো ফেরি চলাচল করতো। এর আগে সন্ধ্যায় ১নং ফেরিঘাট তলিয়ে গেলে দ্রুত ঘাট ঠিক করে ফেরি চলাচল স্বাভাবিক রাখা হয়।

বুধবার (১৬ আগস্ট) সকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২নং ফেরিঘাটে কোনো ফেরি নোঙর করেনি।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বাংলানিউজকে বলেন, ২নং ঘাটটি দ্রুত সংস্কারের জন্য কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।