ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত ইমতিয়াজ ইকরাম আলী ও প্রাচিতা দত্ত টুম্পা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য জর্জিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী।

নিহত দু’জন হলেন— ইমতিয়াজ ইকরাম আলী (২৬) ও প্রাচিতা দত্ত টুম্পা (২৫)। আর আহত তরুণী হলেন ফারজানা সুলতানা তুশি।

এরা তিনজনই পার্শ্ববর্তী নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের শার্লট ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী।

স্থানীয় সময় সোমবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে রাজ্যের উইলকিনসন কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। আহত তুশিকে নিকটস্থ জর্জিয়া হসপিটালে ভর্তি করা হয়েছে।

বন্ধুদের বরাত দিয়ে জর্জিয়া রাজ্য পুলিশ জানায়, দু’দিন আগে বাবার মৃত্যুর খবর শুনে বন্ধু ইমতিয়াজ ও টুম্পাকে নিয়ে নর্থ ক্যারোলিনা থেকে দক্ষিণের রাজ্য ফ্লোরিডায় বোনের বাসায় যাচ্ছিলেন তুশি।  

পথে জর্জিয়ার মাঝামাঝি উইলকিনসন কাউন্টির সড়কে পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি। তবে দুর্ঘটনার বিস্তারিত জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।