ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উল্লাপাড়ায় বাসচাপায় এনজিও কর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
উল্লাপাড়ায় বাসচাপায় এনজিও কর্মী নিহত উল্লাপাড়ায় বাসচাপায় এনজিও কর্মী নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের ব্রহ্মকাপালিয়া এলাকায় বাসচাপায় জাহিদুল ইসলাম (৩৮) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ১০ যাত্রী। 

বুধবার (১৬ আগস্ট) সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত জাহিদুলের বাড়ি উপজেলার মোহনপুর ইউনিয়নের অ্যালংজানি গ্রামে।

তিনি বেসরকারি সংস্থা (এনজিও) আশা’র উল্লাপাড়া শাখায় কর্মরত ছিলেন।  

আহতদের মধ্যে তাড়াশ উপজেলার আমশড়া গ্রামের আবুল কাশেম ও মানিক হোসেনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।  

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, সকালে মোটরসাইকেলে করে উল্লাপাড়া থেকে হাটিকুমরুল যাচ্ছিলেন জাহিদুল। পথে ব্রহ্মকাপালিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা সরকার এক্সপ্রেস নামে একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় আহত হন বাসের অন্তত ১০ যাত্রী।  

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনা বাসটি আটক করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।