ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নৈশ্য প্রহরীকে হত্যা করে ব্যাংক ডাকাতির চেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
নৈশ্য প্রহরীকে হত্যা করে ব্যাংক ডাকাতির চেষ্টা

লালমনিরহাট: লালমনিরহাটে আব্দুর রশিদ (৬৫) নামে এক নৈশ্য প্রহরীকে গলা কেটে হত্যা করে ব্যাংক ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৫ আগস্ট) দিনগত রাতের কোনো এক সময় সদর উপজেলার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক তিস্তা শাখায় এ হত্যার টনা ঘটে।

নিহত নৈশ্য প্রহরী আব্দুর রশিদ ওই এলাকার বাসিন্দা।

 

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বাংলানিউজকে জানান, রাতে দুর্বৃত্তরা ব্যাংক ডাকাতির চেষ্টা করলে নৈশ্য প্রহরী আব্দুর রশিদ তাদের বাধা দেন। এসময় তারা তাকে গলা কেটে হত্যা করে। পরে তারা টাকা লুটের জন্য ব্যাংকের ভোল্ট ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়।

খবর পেয়ে রংপুর ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করবে। এরপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

ঘটনাস্থল থেকে লালমনিরহাটের পুলিশ সুপার এসএম রশিদুল বাংলানিউজকে জানান, হত্যাকারীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ