ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মেয়ের হত্যার বিচার না দেখেই বাবার আত্মহত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
মেয়ের হত্যার বিচার না দেখেই বাবার আত্মহত্যা

সাভার (ঢাকা): সাভারে মেয়ের হত্যা বিচার নিয়ে পারিবারিক বাকবিতন্ডের জের ধরে আমিন মোল্লা (৩৫) নামে এক বাবা আত্মহত্যা করেছেন।

বুধবার (১৬ আগস্ট) সকালে সাভার পৌর এলাকার তালবাগে ভাড়া বাসা থেকে ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায় , মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে আমিন মোল্লা তার মেয়ে হত্যা বিচারের কার্যক্রম নিয়ে শশুড় বাড়ির লোকজনদের সঙ্গে কথা বলছিলেন।

এক পর্যায়ে শশুড় বাড়ির লোকজনদের সঙ্গে মতের অমিল ঘটলে বাকবিতন্ডা সৃষ্টি হয়। পরে তিনি নিজের ভাড়া বাসায় ঘুমাতে চলে আসেন। পরদিন সকালে আমিন মোল্লার মা তাকে ডাকতে আসলে তিনি দরজা না খোলায় জানালা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

সাভার মডেল থানার উপ-পরির্দশক (এসআই) জহুরুল বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।  

এ বিষয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, আগস্ট ১৬, ১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।