ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে পানিবন্দি শিক্ষা প্রতিষ্ঠান  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
সিলেটে পানিবন্দি শিক্ষা প্রতিষ্ঠান   শিক্ষা প্রতিষ্ঠা ঢোকা বন্যার পানিদে মাছ ধরছেন জেলেরা

সিলেট: ভারি বর্ষণে তলিয়েছে সিলেটের বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাটসহ ঘরবাড়ি। বন্যার পানির হাত থেকে রক্ষা পায়নি শিক্ষা প্রতিষ্ঠানও। বন্যার প্রভাবে জলাবদ্ধ সৃষ্টি হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এরই মধ্যে কিছু  শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধ বার্ষিক পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। 

বন্যার প্রভাবে শিক্ষা প্রতিষ্ঠানে সৃষ্ট জলাবদ্ধতার চিত্র উঠে এসেছে বাংলানিউজের ক্যামেরায়।
ছবি: আবু বকর

সদর উপজেলার জালালাবাদ থানার পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাঙ্গণে থৈথৈ করছে পানি।

কলেজের মাঠ শিক্ষার্থীদের চলাচলের অনুপযোগ‍ী হয়ে পড়েছে।
 ছবি: আবু বকর সদর উপজেলার লামাগাও তালুকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হাটু পানি জমেছে। স্কুলের খেলার মাঠে জমাটবদ্ধ পানিতে চটকা জাল দিয়ে মাছ ধরতে দেখা যায় এক কিশোরকে।
ছবি: আবু কবর সদর উপজেলার ৫৩নং ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠেও বন্যার প্রভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। স্কুলটি শিক্ষাদান কার্যক্রম বন্ধ রয়েছে।
ছবি: আবু বকর

সদর উপজেলার জামেয়া রাহমানিয়া তায়ীদুল ইসলাম ফতেহপুর কামিল মাদরাসাও পানি বন্দী হয়ে পড়েছে। মাদ্রাসার মাঠে কাঁদাপানি জলাবদ্ধতা দেখা যায়।

ছবি: আবু বকর সদর উপজেলার লামা আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিস্থিতি বেশি নাজুক। বিদ্যালয়টির ভবনে হাটু পানি জমেছে। এখানেও গ্রামবাসী জাল ফেলে মাছ ধরতে দেখা যায়।  

বাংলাদেশ সময়: ০৮০৫ ঘন্টা, আগস্ট ১৬, ২০১৭
এমসি/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।