ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘এই সাধারণ কথাটা চিফ জাস্টিস বুঝে না’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
‘এই সাধারণ কথাটা চিফ জাস্টিস বুঝে না’

ঢাকা বিশ্ববিদ্যালয়: ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণ নিয়ে বিচারপতিদের সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-রেজিস্টার আমির হোসেন মিয়া।
 

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভায় এ সমালোচনা করেন তিনি।  

এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক।

একই অনুষ্ঠানে বিচারপতিদের নিয়ে সমালোচনা করেছেন আরেক কর্মচারী নেতা।

আমির হোসেন মিয়া বলেন, একটা সাধারণ কথা বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ হতো না  এ কথাটা মানতে হবে। এই দিবা সত্য সবাইকে মানতে হবে। বঙ্গবন্ধুর পেছনে তো অনেক নেতা ছিলেন, যেমন- মাওলানা আব্দুল খান ভাসানী, তাজউদ্দীন আহমেদ ও সৈয়দ নজরুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়, হু ইজ দ্যা লীডার অব ইউনিভার্সিটি। ভাইস চ্যান্সেলরের পেছনে হাজার হাজার শিক্ষক-শিক্ষার্থী আছেন। ভাইস চ্যান্সেলর আর আমির হোসেনের আসন কি এক হবে? এই সাধারণ কথাটা চিফ জাস্টিস বুঝে না।
৪র্থ শ্রেণীর কর্মচারী সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা টিএসসিতেও বাংলায় আলোচনা করতে পারতাম না।  

বাংলাদেশ সময়: ০৪২৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
এসকেবি/বিএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।