ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বরিশাল-ঢাকা মহাসড়কে ট্রাক খাদে, যান চলাচল ব্যহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
বরিশাল-ঢাকা মহাসড়কে ট্রাক খাদে, যান চলাচল ব্যহত

বরিশাল : বরিশাল-ঢাকা মহাসড়কে উজিরপুরের বামরাইলে ট্রাক খাদে পরে যান চলাচল ব্যহত হচ্ছে।মঙ্গলবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন।

তিনি মোবাইলফোনে বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে রাস্তা ভাঙা রয়েছে।

রাত ৯ টার দিকে গৌরনদীমুখী গাছবোঝাই একটি ট্রাকের চাকা খাদে পরে আটকে যায়।

এতে ট্রাকটি রাস্তার মাঝখানে আটকা পড়লে প্রথমে ঘণ্টাখানেকের মতো যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ সদস্যরা সেখান থেকে গিয়ে ছোট ছোট যানবাহন চলাচলের ব্যবস্থা করে দিলেও বাস-ট্রাক চলাচল বন্ধই থাকে।

ওসি বলেন, রেকার পাঠানো হয়েছে। রেকার গিয়ে ট্রাকটিকে টেনে খাদ থেকে উদ্ধার তোলার পর যান চলাচল স্বাভাবিক হবে।  

এদিকে উজিরপুর থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন জানান, সড়কে যানবাহন চলাচলের জন্য সার্বিক চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, আগষ্ট ১৬, ২০১৭
এমএস/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।