ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সবাই হজের ভিসা পেয়েছেন, বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
সবাই হজের ভিসা পেয়েছেন, বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রী, ছবি: বাংলানিউজ

ঢাকা: এ বছর পবিত্র হজ পালনের জন্য ঢাকায় সৌদি দূতাবাসের কাছে বাংলাদেশের কোনো যাত্রীর ভিসার আবেদন বাকি নেই বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়। সোমবার পর্যন্ত সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশের এক লাখ ১৮ হাজার ৯২৪ জন হজযাত্রীকে ভিসা দিয়েছে।

এবার হজ নিয়ে জটিলতা ও এ নিয়ে হাইকোর্টের ১৩ আগস্টের দেওয়া নির্দেশের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য জানালো।

ধর্ম মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এবার এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী ভিসার জন্য আবেদন করেছেন। সেই হিসেবে এখনও প্রায় আট হাজার হজযাত্রীর ভিসা বাকি থাকার কথা।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ৩০ আগস্ট পবিত্র হজ হতে পারে। সে হিসেবে ১৭ আগস্ট পর্যন্ত হজযাত্রীদের ভিসা দেওয়ার কথা সৌদি সরকারের। বাংলাদেশ থেকে হজের শেষ ফ্লাইট যাবে ২৬ আগস্ট।

বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
কেজেড/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।