ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেসরকারিখাত পরিষদের শোক দিবস পালন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
বেসরকারিখাত পরিষদের শোক দিবস পালন বেসরকারিখাত পরিষদের শোক দিবস পালন

ঢাকা: বেসরকারি খাত বিষয়ক পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। 

এ উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) সংগঠনের নিজ কার্যালয়ে আলোচনা সভা ও শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
 
আবুল কাশেম আহমদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, এফবিসিসিআই পরিচালক হেলেনা জাহাঙ্গীর, আগামী প্রকাশনীর স্বত্ত্বাধিকারী ওসমান গনি, হাজী হাফেজ আলী প্রমুখ।


 
১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমণ্ডির ৩২ নম্বরের নিজ বাসায় কতিপয় বিপথগামী সেনাসদস্যের হাতে সপরিবারে নিহত হন।
 
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad