ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বন্যার পানি নেমে যাচ্ছে দিনাজপুরে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
বন্যার পানি নেমে যাচ্ছে দিনাজপুরে দিনাজপুরে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে

দিনাজপুর: দিনাজপুরের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। জেলায় মঙ্গলবারও (১৫ আগস্ট) সবকটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকলেও নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি। কোথাও কোথাও পানি নামতে শুরু করেছে, আবার অনেক স্থানে পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

পুনর্ভবার শহর রক্ষা বাঁধা ভেঙ্গে গেলে গত শনিবার (১২ আগস্ট) রাত থেকে বন্যা কবলিত হয়ে পড়ে দিনাজপুর। ধীরে ধীরে শহরের অধিকাংশ এলাকা কোমর সমান পানিতে তলিয়ে যায়।

জেলার সড়ক পথের পাশাপাশি রেলপথও পানিতে ডুবে যাওয়ায় সারাদেশের সঙ্গে দিনাজপুরের যোগাযোগ পুরোপুরি হয়ে যায়। মঙ্গলবার এ রিপোর্ট লেখা পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্নই ছিলো।
দিনাজপুরে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে
এছাড়া বিভিন্ন এলাকার বন্যার পানি বৈদ্যুতিক মিটারের উচ্চতায় ওঠায় গত তিনদিন বিদ্যুৎ সংযোগও বন্ধ রয়েছে দিনাজপুরে। পানিবন্দি আছে ৭ লাখেরও বেশি মানুষ। স্থানীয় প্রশাসন ত্রাণ বিতরণ করলেও পর্যাপ্ত নয় বলে জানিয়েছে বন্যাদুর্গতরা।

দিনাজপুর শহরের কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া বালুবাড়ী এলাকার বাসিন্দা মো. সিরাজুল ইসলাম লইট্টা বাংলানিউজকে বলেন, ‘বন্যা কবলিতদের মাঝে স্থানীয় প্রশাসন ত্রাণ বিতরণ করলেও তা পর্যাপ্ত নয়। দিনে একবেলা সপরিবারে খেয়ে থাকতে হচ্ছে। ক্ষুধার্ত পেটে বন্যা পরিস্থিতি মোকাবিলা করছি। এরই মধ্যে পানিতে ভেসে গেছে নিজের সব সহায়-সম্বল। ’
দিনাজপুরে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে

এই পরিস্থিতিতে সাহায্যের জন্য আকুল আবেদন জানান সিরাজ।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মোখলেছুর রহমান বাংলানিউজকে বলেন, বর্তমানে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। কমতে শুরু করেছে পানি। রাতের মধ্যেই আরো অনেক এলাকা থেকে পানি নেমে যাবে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
জিপি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।