ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেরোবিতে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে শোক দিবস পালন

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
বেরোবিতে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে শোক দিবস পালন জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের শোক র‌্যালি

রংপুর: যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বঙ্গবন্ধু পরিষদ।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ভবনে আলোচনার সভা আয়োজন করা হয়।

সভায় বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ড. আরএম হাফিজুর রহমান সেলিমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মশিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

আরও উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু পরিষদের সদস্য শিক্ষক নুরুজ্জামান খান, অবিনাশ চন্দ্র সরকারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।

সভায় উপস্থিত বক্তারা বঙ্গবন্ধু’র আদর্শকে ধারণ করে স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে সমষ্টিগতভাবে রুখে দাঁড়ানোর পাশাপাশি জাতির জনকের সোনার বাংলা গড়তে এগিয়ে আসার আহ্বান জানান।

এরআগে, ওই ভবনের সামনে থেকে একটি শোক র‌্যালির বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শেষে দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও তার পরিবারের সব শহীদদের আত্মার বিদেহী মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
 
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।