ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শোক দিবস পালন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শোক দিবস পালন আলোচনা সভা, ছবি: আইএসপিআর

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবসে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন ভূইয়া।

সভায় বিভিন্ন গ্রেডের আটজন কর্মচারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-আদর্শ এবং দেশ ও জাতিগঠনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় জাতির জনকের ওপর নির্মিত ৩৪ মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অালোচনা সভা শেষে বেলা ১২টায় গণভবন মসজিদের খতিবের পরিচালনায় বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয় ।  

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।