ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পটুয়াখালীতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
পটুয়াখালীতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার পটুয়াখালীতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

পটুয়াখালী: পটুয়াখালী সদর এলাকা থেকে মো. আল মামুন ওরফে বাপ্পি (২৫) নামে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) সদস্যরা।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে পৌরশহরের শিমুলবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আল মামুন পটুয়াখালী পৌরসভাধীন ৩ নম্বর ওয়ার্ডের শিমুলবাগ এলাকার আ. বারেক তালুকদারের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের পটুয়াখালী ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম।

গ্রেফতার আল মামুনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ডাকাতি প্রস্তুতি, রাষ্ট্রদ্রোহ, চাঁদাবাজি, মারামারি, জালটাকা, অস্ত্রমামলাসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। বরগুনা জেলার আমতলী থানার জিআর ১৫৪/১৬ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

যে মামলা পটুয়াখালী সিআইডিতে তদন্তধীন থাকায় আসামিকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে পটুয়াখালী জেলার সিআইডির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম সরদারের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বাংলা‌দেশ সময়: ১৯১৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ