ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মহিলা আ’লীগের দোয়া-মাহফিলে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
মহিলা আ’লীগের দোয়া-মাহফিলে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ দোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যরা, ছবি: পিআইডি

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি-৩২ নম্বরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) বাদ আসর ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে এই দোয়া অনুষ্ঠিত হয়। আয়োজন করে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ।

এতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরীসহ প্রধানমন্ত্রীর আত্মীয়-স্বজন এবং মহিলা-যুব মহিলা আওয়ামী লীগের নেত্রীরা।

মিলাদ শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আরও দোয়া করা হয় ২১ আগস্ট বোমা হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায়ও।

এদিকে শোক দিবসের দুপুরে, বাদ জোহর বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয় মিলাদ। যাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad