ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘বঙ্গবন্ধুকে ভালবাসতে হলে দেশকে ভালবাসতে হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
‘বঙ্গবন্ধুকে ভালবাসতে হলে দেশকে ভালবাসতে হবে’ শোক দিবস পালন উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা

ময়মনসিংহ: বঙ্গবন্ধুকে ভালবাসতে হলে দেশকে ভালবাসতে হবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম।

তিনি বলেন, ‘বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ’। ‘দেশকে ভালবাসতে হলে শিক্ষিত হয়ে দেশ প্রেমিক ও যোগ্য নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে স্থানীয় উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীরা তরফদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- স্থানীয় পৌরসভার মেয়র মো. গোলাম কিবরিয়া ও ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
এমএএএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।